পুত্র সন্তানের বাবা-মা হলেন গৌরব-ঋদ্ধিমা

পুত্র সন্তানের বাবা-মা হলেন গৌরব-ঋদ্ধিমা । শনিবার সকালে শহরের এক বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দিলেন ঋদ্ধিমা । মা ও সন্তান উভয়েই সুস্থ আছে। পরিবারে নতুন সদস্যের আগমনে খুশি দাদু সব্যসাচী চক্রবর্তী। অবশ্যই খুশি ঠাকুমা মিঠু চক্রবর্তীও।
কয়েক দিন আগে ঘটা করে সাধের অনুষ্ঠানের আয়োজনও করেছিল চক্রবর্তী এবং ঘোষ পরিবার। অভিনেত্রীর সাধভক্ষণের যে ছবি প্রকাশ্যে এসেছিল তাতে দেখা গেছে প্রয়াত মায়ের ছবি পাশে নিয়েই সাধ খেতে বসেছিলেন ঋদ্ধিমা। তবে এক মুহূর্তের জন্যও ঋদ্ধিমাকে মায়ের অভাব বুঝতে দেননি সকলে। বাবা এবং শ্বশুর মিলে আয়োজন করেছিলেন এই বিশেষ দিনটার। পরিবারের সদস্যদের পাশাপাশি তারকা দম্পতির কাছের বন্ধুরাও হাজির হয়েছিলেন। তার সপ্তাহ দু-এক কাটতেই পুত্রসন্তানের জন্ম দিলেন ঋদ্ধিমা ঘোষ।