মুম্বই বিমানবন্দরে অবতরণের সময় বড়সড় দুর্ঘটনার কবলে চার্টার্ড বিমান
News Sundarban.com :
সেপ্টেম্বর ১৪, ২০২৩

অঝোরে বৃষ্টিতে পিচ্ছিল রানওয়ে।বৃষ্টির কারণে দৃশ্যমানতাও কম ছিল। আর তাতেই বিপত্তি। মুম্বই বিমানবন্দরে ল্যান্ড করার সময় আট যাত্রীকে নিয়ে রানওয়েতে ছিটকে যায় এক চার্টার্ড বিমান, এমনটাই খবর ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন সূত্রে। চার্টার্ড বিমানটির দুর্ঘটনায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে দমকল ও উদ্ধারকারী দল। বিমানে থাকা যাত্রীদের উদ্ধার করা হয়।
ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের তরফ থেকে এও জানানো হয়েছে, এদিনের এই দুর্ঘটনা ঘটে রানওয়ে ২৭-এর কাছে। এরপরই বন্ধ করে দেওয়া হয় রানওয়েটি। এৎই পাশাপাশি একাধিক প্লেন ঘুরিয়ে দেওয়া হয়। বাতিলও করা হয় একাধিক ফ্লাইট।সব মিলিয়ে যাত্রী ভোগান্তি চরমে।
এদিনের এই ঘটনা সম্পর্কে সিভিল এভিয়েশনের ডিসিজিএ জানান, ‘ভিএসআর ভেঞ্চারস লিয়ারজেট ৪৫ বিমানটি বিশাখাপত্তনম থেকে মুম্বই আসছিল। বিকেল ৫টা ২ নাগাদ দুর্ঘটনাটি ঘটে। এদিকে মুম্বইয়ে কয়েক দিন ধরেই অঝোরে বৃষ্টি হচ্ছে। যার কারণে দৃশ্যমানতা কমে যায়। তবে বিমানে থাকা যাত্রীদের বের করে আনার পর বিমানের আগুন নিভিয়ে ফেলা হয়।’