সস্ত্রীক দিল্লির অক্ষরধাম মন্দিরে পুজো দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক

সস্ত্রীক দিল্লির অক্ষরধাম মন্দিরে পুজো দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। রবিবার সকালে অক্ষরধাম মন্দিরে পৌঁছে যান ঋষি সুনক। ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই আগমণকে ঘিরে নিরাপত্তা যথেষ্ট আঁটোসাঁটো ছিল। মন্দিরে অনেকটাই সময় কাটিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। পুজো দেওয়ার পর ঋষি ফিরে যান, সেখান থেকে তিনি যান রাজঘাটে। রাজঘাটে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করেছেন ঋষি।
অক্ষরধাম মন্দিরে ঋষি সুনকের পুজো দেওয়া প্রসঙ্গে মন্দিরের ডিরেক্টর জ্যোতিন্দ্র দাভে বলেছেন, “তাঁর অভিজ্ঞতা অসাধারণ ছিল, তিনি অনেক আস্থা ও বিশ্বাসের সঙ্গে পুজো ও আরতি করেছেন। আমরা তাঁকে মন্দির দেখিয়েছিলাম এবং উপহার হিসেবে মন্দিরের একটি মডেলও দিয়েছি…তিনি এখানে প্রতিটা মিনিট উপভোগ করেছেন। সে সময় বাড়াতেই থাকে…তাঁর স্ত্রীও খুব খুশি ছিলেন।