৫৬ বছরে পা দিলেন অক্ষয় কুমার, মহাকালেশ্বরে পুজো দিলেন

৫৬ বছরে পা দিলেন অক্ষয় কুমার। নিজের জন্মদিনে শনিবার মহাকালেশ্বর মন্দিরে পুজো দেন অভিনেতা। অভিনেতার একমনে ঈশ্বরের নাম সংকীর্তনের ছবি, ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এদিন সকালে সপরিবারে উজ্জয়নের বাবা মহাকালেশ্বর মন্দিরে পৌঁছে যান ‘বলিউডের খিলাড়ি’। সেখানে গেরুয়া বসন পরে প্রথমে জ্যোতির্লিঙ্গে ভস্ম আরতি করে পরে শ্রী মহাকাল লোকে যান তিনি। দেখা যায় অক্ষয়ের বোন, ভাগনি এবং ছেলে আরবকেও।
ক্রিকেটার শিখর ধাওয়ানও ছিলেন বলিউড সুপারস্টারের সঙ্গে। এদিন সকালে ইন্দোর বিমানবন্দরে নেমেই সোজা মহাকালেশ্বর মন্দিরের উদ্দেশে রওনা হন অক্ষয় কুমার ও শিখর ধাওয়ান। পুজো দিয়ে মন্দির চত্বর থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অক্ষয় জানান, ‘দেশের আরও উন্নতি হোক। বাবার আশীর্বাদ থাকুক সকলের সঙ্গে।