সোমবার, ২২শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে পকসো আইনে মামলা

News Sundarban.com :
সেপ্টেম্বর ৮, ২০২৩
news-image

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনার তদন্তে হোমিসাইড শাখা।  ধৃত ১৩ জনের বিরুদ্ধে পকসো আইনেও মামলা করা হয়েছে। তার ফলে স্বাভাবিকভাবেই আরও বিপাকে ধৃতরা।গত ৯ আগস্ট রাতে প্রাণ যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের। তদন্তে ক্রমশই খুলছে একের পর এক জট।

 

পুলিশ সূত্রে খবর, বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয় ওই ছাত্রকে। মনে করা হচ্ছে, হস্টেলে বিবস্ত্র করে ঘোরানো হয়েছিল তাকে। রাজ্য শিশু সুরক্ষা কমিশন এই পকসো আইনে মামলা রুজুর আরজি জানিয়েছিল। সেইমতো পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুবিচারের আশ্বাস দেন। সেই মতো তৎপর প্রশাসন। এবার এই ঘটনার তদন্তভার নিয়েছে হোমিসাইড শাখা। সিট গঠন করেও শুরু হয়েছে তদন্ত।