বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, ট্রেনের মধ্যে পড়ে গিয়ে জখম যুবক

নিজস্ব প্রতিনিধি, ক্যানিং – বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে ট্রেনের মধ্যে পড়ে গিয়ে গুরুতর জখম হলেন এক যুবক। বর্তমানে ওই যুবক ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।শুক্রবার ঘটনাটি ঘটেছে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনের ঘুটিয়ারী শরীফ ষ্টেশন এলাকায়। গুরুতর জখম যুবকের নাম সাজাহান মোল্লা। তার বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার ন্যাজাট থানার অন্তর্গত লাউখালি গ্রামে। জানা গিয়েছে ওই যুবক কলকাতায় কাজ করেন।শরীর অসুস্থ থাকায় এদিন ট্রেনে চেপে বাড়িতে ফিরছিল।ট্রেনের মধ্যে অসুস্থ হয়ে পড়েছিল।পরে একটু সুস্থবোধ করলে নেশাজাত দ্রব্য ‘বিমল’ খায়।চলন্ত ট্রেনের সীট থেকে দরজার সামনে আসে পিক ফেলার জন্য। পিকফেলার সময় পোষ্টারে ধাক্কা খেয়ে ট্রেনের ভিতরে কামরার মধ্যে পড়ে ওই যুবক।
ট্রেনের এক সহযাত্রী সঞ্জীব দাস নামে অপর এক যুবক জখম যুবক কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।চিকিৎসার জন্য প্রথমেঘুটিয়ারী শরীফ হাসপাতালে এবং পরে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়।জখম যুবকের পরিবারের লোকজন কে ঘটনার কথা জানায়। পরিবারের লোকজন ক্যানিং মহকুমা হাসপাতালে হাজীর হয়।বর্তমানে ওই যুবক ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সঞ্জীব দাস জানিয়েছে,যখন দুর্ঘটনা ঘটে কেউ এগিয়ে আসেনি। কোন রকমে সাজাহান কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই চিকিৎসার জন্য। নেশাজাত দ্রব্য বিমল খেয়ে পিক ফেলতে গিয়েই এমন দুর্ঘটনা ঘটে।