এবার লকআপে পার্থের সঙ্গে দেখা করলেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়

নিয়োগ দুর্নীতি মামলায় একবছরেরও বেশি সময় ধরে জেলবন্দি তিনি। যত সময় এগিয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব বেড়েছে তৃণমূলের। ইদানীং কালে আর সেভাবে তাঁর নামও মুখে আনতে দেখা যায় না জোড়াফুল শিবিরের নেতা-নেত্রীদের।
সেই আবহেই এবার লকআপে পার্থের সঙ্গে দেখা করলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে দূরত্ব কমিয়ে আনতে চেষ্টা চালাচ্ছেন যিনি নিজেও।
শনিবার আলিপুর আদালতে নিজের কাজে এসেছিলেন শোভন। সেখানে তিনি জানতে পারেন, পার্থবাবু সেখানেই আছেন। এর পরই লকআপে পার্থবাবুর সঙ্গে গিয়ে দেখা করেন তিনি। খোঁজ নেন শরীর-স্বাস্থ্যের। এই সাক্ষাৎ নিয়ে প্রশ্ন করলে শোভন বলেন, “দূর থেকে দেখা হয়েছে। স্বাস্থ্য নিয়ে খোঁজ নিয়েছি।” দূর থেকেই কথা হয় বলে জানিয়েছেন শোভন।