ফের ভবানী ভবনে তলব করা হল নওশাদ সিদ্দিকীকে

ভাঙড়ের মনোনয়ন পর্বে অশান্তির ঘটনায় ফের ভবানী ভবনে তলব করা হল নওশাদ সিদ্দিকীকে। বৃহস্পতিবারই তাঁকে তলব করেছে সিআইডি। এই নিয়ে দ্বিতীয় বার তলব করা হল তাঁকে।
ভাঙড়ে ভোট হিংসার ঘটনায় সোমবারই সিআইডি তাঁকে তলব করেছিল। ভাঙরের ভোট অশান্তির ঘটনায় সিআইডি তদন্তের মুখোমুখি হন নওশাদ সিদ্দিকী।১৬ জুন কাশীপুর থানার একটি অভিযোগের প্রেক্ষিতে এই তদন্ত শুরু হয়। তাতেই তলব করা হয় নওশাদ সিদ্দিকীকে। পঞ্চায়েত ভোটে ভয়ঙ্কর সন্ত্রাস চলেছে ভাঙড়ে। গুলি বোমা পড়ে মুড়ি মুড়কির মতো। শুধু তাই নয়, ঝরেছে প্রাণও। ভোট হিংসায় হানাহানির ঘটনায় তদন্তভার নেয় সিআইডি।
এরপরই ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে তলব করা হয় ভবানী ভবনে। সেই তলবে সাড়া দিয়ে সোমবার সিআইডির অফিসে যান নওশাদ। বৃহস্পতিবা ফের তাঁকে তলব করা হল।