মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুবাই, ইউরোপ সফরের চূড়ান্ত অনুমোদন দিল কেন্দ্র

২ সেপ্টেম্বর থেকে বিদেশ সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানা গিয়েছে, এই বিদেশ সফরের প্রথমে দুবাই যাবেন তৃণমূলনেত্রী৷ তার পরে স্পেনের মাদ্রিদে যাওয়ার কথা রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর।
এই সফরের জন্য কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে অনুমোদন চাওয়া হয়েছিল৷ বৃহস্পতিবার সেই সফরের জন্য অনুমোদন পাওয়া গেল৷ বাংলার জন্য লক্ষ্মী লাভের আশায় বিদেশে যাবেন তিনি৷ ১৫ অগস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফর সম্ভাবনার বিষয়টি জানা গিয়েছিল। তখনও স্বরাষ্ট্রমন্ত্রকের ছাড়পত্র না মেলায় ছিল সংশয়।
সফরসূচির বিষয়টি কেন্দ্রকে জানিয়ে চিঠি দিয়েছিল রাজ্য সরকার। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে সামনে রেখে বহির্বিশ্বের শিল্পপতিদের বাংলায় ডেকে আনাই এই সফরের ভাবনা৷ অতীতে এমন ঘটনা ঘটেছে, যেখানে মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ হওয়ার পরেও কেন্দ্রের অনুমতি মেলেনি৷ শেষ মুহূর্তে সফর বাতিল করতে হয়েছে। তাই সে সব কথা মাথায় রেখে আগেভাগে অনুমোদন চাওয়া হয়েছিল৷