বালুরঘাটে নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত

দত্তপুকুরে বাজি কারখানায় বিস্ফোরণের পর আরও বেশি সক্রিয় হয়েছে পুলিশ। রাজ্যজুড়ে চলছে অভিযান। উদ্ধার হচ্ছে নিষিদ্ধ শব্দবাজি। এবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছে। যার বাজার মূল্য ১০ লক্ষ টাকারও বেশি।
বুধবার দুপুরে বালুরঘাট শহরের ১৩ নম্বর ওয়ার্ডের চকভৃগু পিডব্লিউডি পাড়ায় একটি বাড়ি থেকে নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই ঘটনায় বাড়ির মালিক তরুণ নন্দীকে আটক করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইসি শান্তিনাথ পাঁজা।