চন্দ্রযান মিশনে সামিল বাংলার বিজ্ঞানীদের সম্মান জানাবেন মুখ্যমন্ত্রী

বাংলার বিজ্ঞানীদের কলকাতায় সম্মান জ্ঞাপনের পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে তাঁর মুখে চন্দ্রযান প্রসঙ্গ। এই সঙ্গে তিনি নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
সোমবার মেয়ো রোডের অনুষ্ঠান চন্দ্রযান মিশনের জন্য ইসরোকে শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ইসরোতে যারা কাজ করেছেন, বাংলার ২৮ জন রয়েছেন। আমি নিজে তাঁদের ব্যাক্তিগতভাবে চিঠি দিয়েছি। তাঁরা যদি সময় দেন, আমি রাজপথে তাঁদের নিয়ে এসে সম্মান দেব।”