মুখ্যমন্ত্রী এর দায় এড়াতে পারেন না, অবিলম্বে পদত্যাগ করুন: শুভেন্দু

মুখ্যমন্ত্রী এর দায় এড়াতে পারেন না। তাঁর উচিত এই ঘটনার দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করা। সোমবার দত্তপুকুরের বিস্ফোরণ প্রসঙ্গে এই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু
তিনি এগরা বিস্ফোরণের পর এ নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যও টেনে আনেন। শুভেন্দুবাবু বলেন, এগরার পর হেলিকপ্টারে পরিদর্শনে গিয়ে ক্ষমা চেয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কথা দিয়েছিলেন, আর এমন ঘটনা বাংলায় ঘটবে না। আরও অনেক পদক্ষেপের ঘোষণাও করেছিলেন তিনি। কিন্তু এগরার পর তিন মাসের বেশি সময় কেটে গিয়েছে। এর পরও একে একে বজবজ, মালদহের ঘটনা ঘটেছে। আর এ বার কলকাতা থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে দত্তপুকুরে হয়েছে বাজি কারখানা বিস্ফোরণ।