সোমবার, ২২শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

যাদবপুরের ক্যাম্পাস এবং হস্টেলে শীঘ্রই বসানো হচ্ছে ২৬টি সিসি ক্যামেরা

News Sundarban.com :
আগস্ট ২৬, ২০২৩
news-image

যাদবপুরের বাম ছাত্রসংগঠনের তীব্র বিরোধিতা উপেক্ষা করে শেষ পর্যন্ত সিসি ক্যামেরার বরাত দিলেন কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ে শীঘ্রই সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়ে যাবে। আপাতত মোট ২৬টি সিসি ক্যামেরার অর্ডার দিয়েছেন কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের ক্যামেরার জন্য বাইরের একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ খবর জানিয়ে শনিবার অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ সাংবাদিকদের বলেন, ক্যাম্পাস, হস্টেলের বিভিন্ন জায়গায় মোট ১০টি এলাকা চিহ্নিত করা হয়েছে। সেখানে ক্যামেরা বসানো হবে।

প্রসঙ্গত, এর আগেও যাদবপুরে একাধিক বার সিসি ক্যামেরা বসানোর চেষ্টা কথা হয়েছিল। কিন্তু পড়ুয়াদের একাংশ এই নজরদারির বিরুদ্ধে সরব হয়েছিলেন বারবার। এমনকি, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরাও কেউ কেউ অতীতে এই নজরদারির বিরোধিতা করেছেন। সাম্প্রতিক ঘটনাপ্রবাহে সিসি ক্যামেরা বসানো আর ঠেকানো যাচ্ছে না।