যাদবপুরের ক্যাম্পাসের ভিতরে ওপেন এয়ার থিয়েটার থেকে মদের বোতল উদ্ধার

যাদবপুরের ক্যাম্পাসের ভিতরে ওপেন এয়ার থিয়েটার থেকে গাদা গাদা মদের বোতল পাওয়া গিয়েছে। শনিবার সাফাইকর্মীরা ওপেন এয়ার থিয়েটার পরিষ্কার করতে গেলে এই দৃশ্য ধরা পড়ে।
সেই নিয়ে এদিন প্রশ্ন করা হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউকে। যাদবপুরের নিরাপত্তা নিশ্চিত করার পক্ষে সওয়াল করছেন তিনিও। বলছেন, ‘বুঝতেই পারছেন কেন নিরাপত্তা দরকার। এই কারণেই আচার্যও অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছেন, যে কীভাবে কী করা যায়। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ক্যাম্পাসে মাদক ঢোকা বন্ধ করা যায় কি না, সেই চেষ্টা চলছে।’
কিন্তু এই ঘটনা তো একদিনের নয়। সাফাইকর্মীরাই বলছেন, এক মাস আগেও যখন তাঁরা ওপেন এয়ার থিয়েটার সাফাই করতে এসেছিলেন, তখনও এভাবে গাদা গাদা মদের বোতল কুড়িয়েছিলেন তাঁরা। তাহলে কি অনেকদিন ধরেই যাদবপুরের ক্যাম্পাসে দেদার মদ্যপানের যে অভিযোগ তুলছেন একাংশের মানুষ, সেই তত্ত্বই আরও জোরাল হচ্ছে?