কাকদ্বীপে ছাত্র মৃত্যু ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ*

নিজস্ব প্রতিনিধি , কাকদ্বীপ: যে কাকদ্বীপ দশম শ্রেণীর ছাত্র তৃণাঙ্কুর ধলের মৃত্যুর প্রতিবাদে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলো ডি ওয়াই এফ আই -এর কর্মীরা। শুক্রবার বিকেল পাঁচটার দিকে প্রথমে ডি ওয়াই এফ আইয়ের কর্মীরা মিছিল করেন। এরপরই তাঁরা ৫টা ২০ মিনিট থেকে কাকদ্বীপের চৌরাস্তার মোড় অবরোধ করেন। এই অবরোধ প্রায় ৪৫ মিনিট ধরে চলে।
অবরোধের জেরে কাকদ্বীপের চৌরাস্তার মোড়ে প্রবল যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এলে সাময়িক উত্তেজনা বেড়ে যায়। পরে পুলিশ অবরোধ তুলতে এলে পুলিশের সঙ্গে প্রথমে বচসা শুরু হয়ে তার পরে আলোচনার পর অবরোধ উঠে যায়। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, চৌরাস্তার মোড়ে অবরোধ করার কোন অনুমতি ছিল না।
এছাড়াও এই ঘটনা কাকদ্বীপ থানার নয়। তবে পুলিশের পক্ষ থেকে ন্যায়বিচারের আশ্বাস দেওয়া হয়। অন্যদিকে ডি ওয়াই এফ আই -এর পক্ষ থেকে জানানো হয়, তৃণাঙ্কুরের অস্বাভাবিক মৃত্যুর ন্যায় বিচারের দাবিতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পুলিশ ন্যায় বিচারের আশ্বাস দিয়েছে।