জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন না রাশিয়ার প্রেসিডেন্ট

সেপ্টেম্বরে জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকোভ এমনটাই জানিয়েছেন। তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ভারতে জি-২০ শীর্ষ সম্মেলনে যাওয়ার পরিকল্পনা করছেন না। এখন মূলত জোর দিচ্ছেন বিশেষ সামরিক অভিযানে।
সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে জি-২০ শিখর সম্মেলন। ভারতের পৌরহিত্যে এই সম্মেলনে অংশ নেবেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে অন্যান্য জি-২০ দেশের রাষ্ট্রনেতারা। কিন্তু, রাশিয়ার প্রেসিডেন্টের ভারতে আসার কোনও পরিকল্পনা নেই।