পথ দুর্ঘটনায় জখম ২

নিজস্ব প্রতিনিধি,ক্যানিং – এক পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলে দুই যুবক।বৃহষ্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে নিকারীঘাটা পঞ্চায়েতের রামামারী এলাকায়। গুরুতর জখম দুই যুবক আব্বাস আলি মোল্লা ও আব্দুল আলিম মোল্লা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন সকালে বাইক চালিয়ে গোবরামারি থেকে সাতমুখীর দিকে যাচ্ছিলেন আব্দুল আলিম। বাইকের পিছনে বসেছিলেন আব্বাস।রামামারি এলকায় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাকা দেওয়ালে ধাক্কা মারলে ঘটনা জখম হয় দুজন।স্থানীয়রা তাদের কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়।আব্দুলের অবস্থা সঙ্কটজনক।