নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআই-এর ডাক পেলেন রাজ্যের দমকল মন্ত্রী

সিবিআই-এর ডাক পেলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। আগামী ৩১ আগস্ট সুজিত বসুকে ডেকে পাঠানো হয়েছে। সম্প্রতি পুর নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে একাধিক জায়গায় তল্লাশি চালায় সিবিআই। তাতে বেশ কিছু নথি উদ্ধার করা হয় বলে দাবি। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সেই নথির সূত্রেই সুজিতকে তলব করা হয়েছে।
জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৩১ আগস্ট তাঁকে ডেকে পাঠানো হয়েছে। উল্লেখ্য, ২০১৬ সালে দক্ষিণ দমদম পুরসভার উপপ্রধান ছিলেন সুজিত। সেই সময় পুর নিয়োগে দুর্নীতি হয়েছিল বলে মনে করছে সিবিআই। তা নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই আগামী ৩১ অগস্ট সকাল ১১টায় তাঁকে নিজ়াম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে।