শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সিসিটিভি ক্যামেরা বসানোর প্রক্রিয়া শুরু হল যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে

News Sundarban.com :
আগস্ট ২৩, ২০২৩
news-image

অবশেষে বিতর্কের মধ্যেই সিসিটিভি ক্যামেরা বসানোর প্রক্রিয়া শুরু হল যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ইতিমধ্যেই প্রয়োজনীয়তা এবং গুরুত্ব বিচার করে ‘গুরুত্বপূর্ণ অংশগুলো’ চিহ্নত করা হয়ে গিয়েছে বলে জানিয়েছেন নয়া উপাচার্য বুদ্ধদেব সাউ।

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর যত দ্রুত সম্ভব এই অংশগুলোয় সিসি ক্যামেরা বসানাের কাজ শেষ হবে।কোন কোন জায়গাকে ‘গুরুত্বপূর্ণ অংশ’ হিসাবে চিহ্নিত করা হয়েছে? প্রধান ছাত্রাবাস বা অন্য ছাত্রাবাসে কি সিসি ক্যামেরা বসবে? উপাচার্য জানিয়েছেন, মেন হস্টেল এবং অন্যান্য হস্টেলের মেন গেটেও সিসি ক্যামেরা লাগানো হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেশ কিছু এলাকাকে সিসি ক্যামেরা লাগানোর জন্য চিহ্নিত করা হয়েছে।

ইতিমধ্যেই ওয়েবেলের সঙ্গে সিসি ক্যামেরা লাগানোর ব্যাপারে যোগাযোগ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে উপাচার্য এ-ও জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আর কোথায় কোথায় সিসি ক্যামেরা বসবে সে ব্যাপারে এক্সিকিউটিভ কাউন্সিলের (ইসি) বৈঠকের পরই সিদ্ধান্ত নেওয়া হবে।