শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

“কোনও সমাজ ও জাতির মর্যাদা মহিলাদের আত্মসম্মানের উপর ভিত্তি করে গড়ে ওঠে”

News Sundarban.com :
আগস্ট ২১, ২০২৩
news-image

কোনও সমাজ ও জাতির মর্যাদা মহিলাদের আত্মসম্মানের উপর ভিত্তি করে গড়ে ওঠে । সোমবার দিল্লিতে সেনাদের স্ত্রীদের সম্মানে আর্মি ওয়াইভস অ্যাসোসিয়েশন (এডাব্লুডাব্লুএ)- এর দ্বারা আয়োজিত “অস্মিতা – সেনা স্ত্রীদের অনুপ্রেরণামূলক গল্প” নামক এক অনুষ্ঠানে একথা বলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ।

অনুষ্ঠানে তাঁর ভাষণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সমস্ত ভারতীয়দের পক্ষ থেকে “বীর নারীদের” প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি “বীর নারীদের” যারা অস্মিতা আইকন হিসাবে সমাদৃত হয়েছে তাঁদের প্রশংসা করেন । তিনি বীর নারীদের কল্যাণের জন্য এডাব্লুডাব্লুএ-এর প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বীর-নারী বোনদের কল্যাণে ‘আহ্বান’ নামে একটি প্রকল্প চালানো হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে এ জন্য তিনি এডাব্লুডাব্লুএ)-এর বিশেষ প্রশংসা করেন।