টোটোর ধাক্কায় গুরুতর জখম যুবক

নিজস্ব প্রতিনিধি, বাসন্তী – টোটোর ধাক্কায় গুরুতর জখম হলেন এক যুবক। রবিবার ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত কাঁঠালবেড়িয়া পঞ্চায়েতের শিমূলতলা এলাকায়। গুরুতর জখম হয়েছেন সুজাউদ্দিন মোল্লা।স্থানীয়রা জখম যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
বর্তমানে আশাঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই যুবক। স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন সকালে স্থানীয় একটি চায়ের দোকানে বসেছিলেন ওই যুবক।
সেখান থেকে উঠে বাড়িতে যাওয়ার জন্য রাস্তা পারাপার হচ্ছিলেন।সেই সময় একটি টোটোগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয় ওই যুবককে।ঘটনায় গুরুতর জখম হয় ওই যুবক।