প্রবল বৃষ্টির জেরে সাগরে ভেঙ্গে পড়লো মাটির দোতলা বাড়ি

নিজস্ব প্রতিনিধি, গঙ্গাসাগর: প্রবল বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির দোতলা বাড়ি। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে সাগরের মন্দিরতলা এলাকায়। তবে সেই সময় বাডিতে কেউ না থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা এসে উদ্ধার কাজে হাত লাগান।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা প্রনব পালের একটি মাটির দোতলা বাড়ি রয়েছে। এই পরিবারে মোট ১৩ জন সদস্য রয়েছে। গতকাল বিকেলে স্থানীয় বাজারে গিয়েছিলেন পরিবারের সবাই। কিন্তু প্রবল বৃষ্টি শুরু হওয়ায় বাড়িতে ফিরতে পারছিলেননা তাঁরা। এদিকে সন্ধে নাগাদ স্থানীয় বাসিন্দাদের মারফত জানতে পারেন, তাঁদের মাটির বাড়ি ভেঙে গিয়েছে। খবর পাওয়া মাত্রই সবাই ছুটে এসে দেখেন গোটা বাড়িটাই ভেঙে পড়েছে। নষ্ট হয়ে গিয়েছে বহু নথি ও আসবাবপত্র।
এই পরিস্থিতিতে মাথার ছাদ হারিয়ে আতান্তরে পড়েছে গোটা পরিবার। তবে ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে ওই পরিবারের হাতে ত্রিপল তুলে দিয়ে পাশে থাকার আশ্বাস দেন মুড়িগঙ্গা-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ মন্ডল।