নামখানায় রিলিফ গোডাউনের ভিত্তি প্রস্থর স্থাপন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী

শিল্পা মাইতি , নামখানা: নামখানায় রিলিফ গোডাউন নির্মাণের ভিত্তি প্রস্থর স্থাপন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। শনিবার দিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকে রিলিফ গোডাউন নির্মাণের ভিত্তি প্রস্থর স্থাপন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এক পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ও আর্থিক সহযোগিতায় এই রিলিফ গোডাউন তৈরি হবে। এই রিলিফ গোডাউন তৈরি করতে খরচ হবে আঠারো লক্ষ টাকা।
এদিন রিলিফ গোডাউন নির্মাণের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সহ-সভাপতি তথা গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মালী, নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস, নামখানা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রিংকু দাস জানা, বিশিষ্ট সমাজসেবী ধীরেন কুমার দাশ প্রমূখ।