কাকদ্বীপে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ব্যাক্তির

নিজস্ব প্রতিনিধি, কাকদ্বীপ:কাকদ্বীপে ট্রেনের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির। এলাকায় চাঞ্চল্য। মৃত ব্যক্তি কাকদ্বীপ থানার অন্তর্গত বামানগর এলাকার বাসিন্দা সুনীল মন্ডল (৫৫)।
স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার সকাল ১১:৫০ নাগাদ শিয়ালদহ দক্ষিণ শাখা কাকদ্বীপ থেকে নামখানার দিকে একটি লাইন চেকিং ট্রেন যাচ্ছিল। সেই সময় উকিলেরহাট রেল স্টেশনের কাছে ওই ব্যক্তি রেল লাইনের উপর দিয়ে পারাপার করছিলেন। স্থানীয় সূত্রে জানা যায় ওই ব্যক্তি কথা বলতে পারতেন না এবং কানে শুনতে ও পেতেন না। তাই স্বাভাবিকভাবেই ট্রেন আসার আওয়াজ না পেয়েই ট্রেনের সামনে পড়ে যান ওই ব্যক্তি। যার ফলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায় ।
সেই সময় এলাকার স্থানীয় মানুষজন দেখতে পেয়ে তড়িঘড়ি খবর দেয় রেল পুলিশকে । খবর পেয়ে ঘটনাস্থলে রেল পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে শিয়ালদহ নিয়ে যায় ময়নাতদন্তের উদ্দ্যেশে।