অটো উল্টে গুরুতর জখম ৪

নিজস্ব প্রতিনিধি, ক্যানিং – অটো উল্টে গুরুতর জখম হলেন অটো চালক সহ ৪ জন।শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত ফুলমালঞ্চ এলাকায়।গুরুতর জখম আব্দুল রাকেশ মোল্লা,আজহার মোল্লা,আজিজা মোল্লা,লুৎফর মোল্লা’রা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যায় জীবনতলার মৌখালি থেকে যাত্রী নিয়ে অটোটি বাসন্তীর কলাহাজরা গ্রামের দিকে যাচ্ছিল।ফুলমালঞ্চ এলাকায় আচমকা রাস্তার উপর একটি শিশু দৌড়ে আসে।শিশুকে বাঁচাতে সজোরে অটোর ব্রেক চাপেন অটোচালক লুৎফর।শিশুটির কোন আঘাত না লাগলেও মুহূর্তে অটোটি রাস্তার উপর উল্টে যায়।
গুরুতর জখম হয় অটো চালক সম মোট ৪ জন। স্থানীয়রা জখমদের উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন জখমরা।