ব্রিকস সম্মেলনে যোগ দেবেন শি জিনপিং, দক্ষিণ আফ্রিকায় রাষ্ট্রীয় সফরও করবেন

চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ব্রিকস সম্মেলনে যোগ দেবেন। প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় রাষ্ট্রীয় সফরও করবেন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণেই জিনপিং সেখানে যাবেন বলে মারফত জানা গেছে।
তিনি জোহানেসবার্গে অনুষ্ঠিত ১৫-তম ব্রিকস সম্মেলনে যোগ দেবেন। তারপর ২১ থেকে ২৪ আগস্ট দক্ষিণ আফ্রিকায় রাষ্ট্রীয় সফর করবেন। এছাড়াও এক অনলাইন বিবৃতিতেও বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া চুনইয়াং একথা জানান।
মার্চ মাসে রাশিয়ায় রাষ্ট্রীয় সফরের পর এটি হবে ২০২৩ সালে জিনপিং-এর দ্বিতীয় আন্তর্জাতিক সফর। দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি পান্দর জানান, এই ব্রিকস সম্মেলনে ব্রাজিল, চিন, ভারত এবং দক্ষিণ আফ্রিকার প্রধান এবং রাশিয়ার শীর্ষ কূটনীতিকরা মিলিত হবেন।