স্নান করতে এসে মহিলাকে জ্যান্ত খেয়ে নিল কুমীর

নদীর ঘাটে স্নান করতে এসেছিলেন ৩৫ বছর বয়সী এক মহিলা। জানা যাচ্ছে, তাঁর নাম জ্যোৎস্না রানি। কিন্তু এই স্নানই হয়ে দাঁড়াল তাঁর মৃত্যুর কারণ। স্নানের মাঝেই আচমকা তাঁকে হামলা করে একটি কুমীর। মুহূর্তের মধ্যে তাঁকে টেনে নিয়ে চলে যায় গভীর জলে। কার্যত ঐ মহিলাকে জ্যান্ত খেয়ে নেয় কুমীরটি।
সেই সময় নদীর পাড়ে কিছু মানুষ উপস্থিত থাকলেও কেউ তাঁকে বাঁচাতে পারেনি। তবে সোশ্যাল মিডিয়ায়(Social Media) ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে ভিডিয়োটি। ঘটনাটি ঘটেছে ওড়িশার(Odisha) জয়পুর জেলায়। জয়পুর দিয়ে বয়ে গেছে বিরুপা নদী। সেই নদীতেই স্নান করতে এসে কুমীরের শিকার হলেন জ্যোৎস্না রানি নামের এক মহিলা।
ঐ মহিলা যখন স্নান করছিলেন সেই সময় তাঁকে টেনে নিয়ে নদীর গভীরে চলে যায় কুমীর। জয়পুর জেলার পলটপুর গ্রামে ঘটে গেল এই মর্মান্টিক ঘটনা।-zee24