শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সন্দেহভাজন ব্যাগে আইইডি উদ্ধার করল নিরাপত্তা বাহিনী

News Sundarban.com :
আগস্ট ১৪, ২০২৩
news-image

স্বাধীনতা দিবসের একদিন আগে বারামুলা জেলায় নিরাপত্তা বাহিনী একটি সন্দেহজনক ব্যাগ থেকে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করেছে। বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড সেটিকে নিষ্ক্রিয় করে বলে জানা গিয়েছে।

সূত্রের তরফে জানা গিয়েছে, সোমবার বিকেলে সেনাবাহিনী ও পুলিশের একটি দল টহল দেওয়ার সময় জেলার কানিসপোরা এলাকায় আইইডি সম্বলিত একটি সন্দেহজনক ব্যাগ দেখতে পায়। দ্রুত ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডাকা হয়। বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে আইইডি-টি নিরাপদে নিষ্ক্রিয় করে।

গোপন সূত্রে আইইডি-র খবর পেয়ে পুলিশ ৯৮বিএন সিআরপিএফ এবং এসওজি কুপওয়ারার নাইট এরিয়া ডমিনেশন পার্টি জেলার হেরি এলাকায় ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু করে। তারপরই নিরাপত্তা বাহিনী একটি সন্দেহজনক ব্যাগ দেখতে পায়। এক পুলিশ আধিকারিক জানান, ব্যাগ থেকে একটি বিস্ফোরক শেল উদ্ধার করা হয়েছে, যা পরে বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড নিষ্ক্রিয় করে।