এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে চুরির অভিযোগ উঠল

এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে চুরির অভিযোগ উঠল । রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাসে ফিজিক্যাল এডুকেশন হস্টেলের আবাসিক ছাত্ররা অভিযোগ তোলেন যে, তাঁদের ঘর থেকে দু’টি ল্যাপটপ এবং চারটি মোবাইল ফোন খোয়া গিয়েছে। বিষয়টি সামনে আসতেই তড়িঘড়ি বিশ্ববিদ্যালয়ের তরফে একজন নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়। নিরাপত্তারক্ষীর দাবি, হস্টেলে কোনও সিসি ক্যামেরা নেই।
ছাত্ররা জানিয়েছেন, সকাল ৮টা নাগাদ ঘুম ভেঙে ওঠেন তাঁরা। তার পরই দেখেন ল্যাপটপ, ফোন উধাও। আশেপাশের ঘরের বেশ কয়েক জন একই অভিযোগ করেন। তাতে বিষয়টি জানানো হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। যাদবপুর থানাতেও যান পড়ুয়ারা। সেখানে মিসিং ডায়েরি করতে বলা হয় তাঁদের। এর পর ওই হস্টেলের আবাসিকে একজন নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয় কর্তৃপক্ষের তরফে।