গঙ্গাসাগরে অজ্ঞাত পরিচয় ব্যাক্তির মৃত দেহ উদ্বার

নিজস্ব প্রতিনিধি, সাগর: সাতসকালে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটিছে শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগর কোস্টাল থানার অন্তর্গত চন্ডিপুর সমুদ্র সৈকতে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় স্থানীয় মৎস্যজীবীরা সকালে মাছ ধরার জন্য সমুদ্র সৈকতে গেলে তখন সমুদ্র সৈকতের ওপরে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে তৎক্ষণাৎ মৎস্যজীবীরা ও গ্রামবাসীরা গঙ্গাসাগর কোস্টাল থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ।
পুলিশ এসে ওই মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাকদ্বীপ সুপার স্পেশালিটির হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে তদন্ত শুরু করেছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান দেহটি কোন মৎস্যজীবীর হতে পারে। স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গাসাগরের চন্ডিপুর এলাকায়।