১২ আগস্ট মধ্যপ্রদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

মধ্যপ্রদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিনের এই সফরে মধ্যপ্রদেশে রেল ও সড়ক প্রকল্পের শিলান্যাস-সহ প্রধানমন্ত্রীর রয়েছে একগুচ্ছ কর্মসূচি। এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে দেশকে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী মোদী এক হাজার ৫৮০ কোটি টাকারও বেশি ব্যয়ে দু”টি সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে রয়েছে মোরিকোরি – বিদিশা – হিনোটিয়াকে সংযুক্তকারী একটি চার-লেনের সড়ক প্রকল্প এবং একটি সড়ক প্রকল্প যা হিনোটিয়াকে মেহলুয়ার সাথে সংযুক্ত করবে৷
প্রধানমন্ত্রী সন্ত শিরোমণি গুরুদেব শ্রী রবিদাস জি স্মৃতি স্থলে ভূমিপূজা করবেন। স্মৃতিসৌধটি ১১.২৫ একরের বেশি জায়গায় এবং একশ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত হবে।