উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সর্তকতা

দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা না মিললেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস । শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার, রবিবারেও এই পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে। শনিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশ ও বিহার সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাটনা থেকে বালুরঘাটের উপর দিয়ে মিজোরাম পর্যন্ত রয়েছে মৌসুমি অক্ষরেখা। এর প্রভাবেই জলীয় বাষ্প ঢুকছে, তার থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে মৌসুমি অক্ষরেখা নিচের দিকে নামতে পারে।