বাইক এর ধাক্কায় জখম মহিলা

নিজস্ব প্রতিনিধি, ক্যানিং – বাইক এর ধাক্কায় গুরুতর জখম হলেন এক মহিলা। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার মসজিদ বাটি এলাকায়।জানা গিয়েছে গোসাবার বালি বিজয়নগর গ্রামের বাসিন্দা মিনা বর।আত্মীয়ের বাড়ি থেকে অটোয় চেপে ফিরছিলেন। মসজিদবাটি এলাকায় অটো থেকে নেমে ভাড়া দিচ্ছিলেন অটো চালক কে।সেই সময় একটি বাইক সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।গুরুতর জখম হন ওই মহিলা।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাসন্তী ব্লক হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা অত্যন্ত সংকটজনক হলে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা।