গঠিত হল নতুন পঞ্চায়েত

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – ক্যানিং মহকুমার বিভিন্ন পঞ্চায়েতে নতুন বোর্ড গঠিত হল।ক্যানিংয়ের মাতলা ১ গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ১২ টি ।তৃণমূল কংগ্রেস ১২ টিতেই জয়লাভ করেছে।প্রধান নির্বাচিত হয়েছেন হরেন ঘোড়ুই,উপপ্রধান হয়েছে প্রদীপ দাস। মাতলা ২ পঞ্চায়েতের মোট আসন ১৮। তৃণমূল কংগ্রেস ১৮। প্রধান নির্বাচিত হয়েছেন স্বপ্না দাস।ইটখোলা পঞ্চায়েতে মোট আসন ২৮। তৃণমূল ২৮। প্রধান নির্বাচিত হয়েছেন সুতপা নস্কর,উপপ্রধান ইন্দ্রজিত সরদার। গোপালপুর পঞ্চায়েতের মোট আসন ২৪। তৃণমূল ২৪। প্রধান হয়েছেন আকচার মন্ডল,উপপ্রধান হয়েছে পঞ্চানন হালদার।নিকারীঘাটা পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ২৯ ।তৃণমূল ২৯। প্রধান নির্বাচিত হয়েছে পারুল নস্কর,উপপ্রধান অরবিন্দ ভক্ত।
বাসন্তী ব্লকের ফুলমালঞ্চ পঞ্চায়েতের মোট আসন ৩০। তৃণমূল ২৫,আরএসপি ২, সিপিএম ১,নির্দল ১,বিজেপি ১।প্রধান হয়েছেন মেহেরুন্নেসা মোল্লা,উপপ্রধান জাকির সেখ।
বাসন্তী পঞ্চায়েতের মোট আসন ২৯। তৃণমূল ২৬,বিরোধী ৩। প্রধান হয়েছেন পারুল মণ্ডল,উপপ্রধান হয়েছেন রইচ আলি মোড়ল।রামচন্দ্র খালি পঞ্চায়েত প্রধান নির্বাচিত হয়েছেন হায়দার গাজী,উপপ্রধান হয়েছে পূর্ণিমা সরদার।