নতুন ১৭টি জেলা পেল রাজস্থান

১৭টি নতুন জেলার পাশাপাশি ৩টি নতুন বিভাগও সামনে এল সোমবার। জয়পুরের বিড়লা অডিটোরিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রী অশোক গেহলট নতুন জেলা ও বিভাগের উদ্বোধন করেন। নতুন সমস্ত জেলা ও বিভাগেও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা অংশ নেন। মুখ্যমন্ত্রী সমস্ত নতুন জেলার ওয়েবসাইটের সূচনা করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানের আগে সমস্ত জেলায় পূজা ও যজ্ঞ করা হয়।
অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, রাজ্য আজ ইতিহাস সৃষ্টি করেছে। তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রশাসনিক ব্যবস্থার বিকেন্দ্রীকরণ প্রয়োজন। তিনি বলেন, এই নতুন জেলাগুলি রাজ্যের উন্নয়নে নতুন গতি দেবে।
প্রসঙ্গত, সোমবার থেকেই রাজ্যে একটি নতুন প্রশাসনিক মানচিত্র চালু হয়েছে। এখন রাজ্যে ১০টি বিভাগ এবং ৫০টি জেলা রয়েছে। জেলা কালেক্টর এবং এসপিরাও নতুন জেলাগুলিতে কাজ শুরু করেছেন। আগামী দিনে আরও নতুন জেলা তৈরি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে রাজ্য সরকার।