ভালো আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

আগের তুলনায় আরও একটু ভালো আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ৭৯ বছর বয়সী বুদ্ধদেবের শরীরে সংক্রমণের মাত্রাও নিয়ন্ত্রণে রয়েছে। রবিবার সকালে উডল্যান্ডস হাসপাতালের পক্ষ থেকে মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নন-ইনভেসিভ ভেন্টিলেটরি সাপোর্টে রয়েছেন। তিনি সজাগ আছেন এবং চিকিৎসকদের কথাবার্তায় সাড়া দিচ্ছেন। যাঁরা দেখতে আসছেন তাঁদেরও সাড়া দিচ্ছেন তিনি।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বাড়ির ‘বাইপ্যাপ সাপোর্ট’ও ক্রমশ মানিয়ে নিচ্ছেন বুদ্ধদেব, যা স্বাস্থ্যের উন্নতির লক্ষণ বলে মনে করছেন চিকিৎসকেরা। শনিবার বেশ কিছু সময়ের জন্য তাঁকে বাড়ির ‘বাইপ্যাপ সাপার্টে’ই রাখা হয়েছিল। রাতে অবশ্য হাসপাতালের ‘বাইপ্যাপ সাপার্টে’ রাখা হয়। স্যালাইনের নল খোলা হলেও এখনও রাইল”স টিউবের মাধ্যমেই খাওয়াদাওয়া করানো হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।