গ্যাস সিলিন্ডারে আগুন, সাহসিকতায় রক্ষা পেল বড় দুর্ঘটনা

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং : দমকল পৌঁছানোর আগেই সাহসিকতা ও হঠাৎ বুদ্ধির জোরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি পরিবার।শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের ধলীরবাটী গ্রামে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে,এদিন রান্নার কাজ করছিলেন এক গৃহবধু।আচমকা গ্যাস সিলিন্ডারের মুখে আগুন ধরে যায়।মুহূর্তে ঘটনার কথা দমকল কে জানায়।দমকল আসার আগেই পরিবারের সদস্য বরুন হালদার জীবনের ঝুঁকি নিয়ে জলন্ত সিলিন্ডার বাইরে বের করে নিয়ে আসে।জল দিয়ে নিভিয়ে ফেলে।যদিও দমকল ঘটনাস্থলে পৌছালে ততক্ষণে আগুন নিভে যাওয়ায় ফিরে যায়।