শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জন্মদিনে সুরে সম্রাট কিশোর কুমারকে শ্রদ্ধা জানালেন আয়ুষ্মান খুরানা

News Sundarban.com :
আগস্ট ৪, ২০২৩
news-image

জন্মদিনে সুরে সম্রাট কিশোর কুমারকে সুরেলা শ্রদ্ধা জানালেন আয়ুষ্মান খুরানা । গিটার বাজিয়ে গাইলেন ‘পল পল দিলকে পাস’ থেকে ‘ড্রিমগার্ল’।

১৯২৯ সালে আজকের দিনেই জন্ম কিশোর কুমারের (আসল নাম আভাস কুমার গঙ্গোপাধ্যায়)। দাদা অশোক কুমারের হাত ধরেই তাঁর বলিউডে আসা। ১৯৪৮ সালে ‘জিদ্দি’ ছবির হাত ধরেই তাঁর প্লেব্যাক সিঙ্গার হওয়ার পথ চলা শুরু হয়েছিল।

 

দুই হাজারেরও বেশি গান গেয়েছেন কিশোর, সেগুলি নিঃসন্দেহে ভারতীয় সংগীত জগতের এক অমূল্য সম্পদ হিসেবে রয়ে গিয়েছে। এহেন কিশোর কুমারকে কিশোর কুমারকে নিজের গুরু হিসেবে মানেন অভিনয়ের পাশাপাশি গানেও পারদর্শী বলিউড তারকা আয়ুষ্মান খুরানা । তাই গুরুর জন্মদিনে গিটার হাতে গাইলেন ‘পল পল দিলকে পাস’ গানের ‘হার শাম আঁখো পর তেরা আঁচল লেহরায়ে’র অংশটি। তারপরই গাইতে শুরু করলেন ‘ড্রিমগার্ল’। এভাবে যেন নিজের আসন্ন সিনেমার প্রচারও করে ফেললেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা।