মাটিবোঝাই লরির ধাক্কায় প্রাণ গেল প্রাইমারি সেকশনের পড়ুয়ার, মুখ্যমন্ত্রীর কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ,

শুক্রবার সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘিরে অগ্নিগর্ভ হরে ওঠে বেহালা। এ ব্যাপারে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মুখ্যমন্ত্রীর ওই দুশ্চিন্তার বিষয়টিকে তোপ দেঘেছেন নেটনাগরিকদের একটা বড় অংশ।
এ দিন মাটিবোঝাই লরির ধাক্কায় প্রাণ গেল বড়িশা হাইস্কুলের প্রাইমারি সেকশনের পড়ুয়ার। নাম সৌরনীল সরকার। এর পর বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী ঘটনার বিশদ রিপোর্ট চেয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর কাছে। পুলিশ কমিশনার বিনীত গোয়েল ঘটনাস্থলে যান। দুজনকেই কড়া ব্যবস্থা নিয়ে এ রকম ঘটনা যাতে আর না ঘটে, সেই নির্দেশ দিয়েছেন। কিন্তু সেই খবর সামাজিক মাধ্যমে পোস্ট করার পর ৫২ মিনিটে এসেছে ১৪১টি মন্তব্য। নেটনাগরিকদের একটা বড় অংশ মুখ্যমন্ত্রীরই সমালোচনা করেছেন।