রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে যান রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী যাওয়ার কিচ্ছুক্ষন আগেই ইনভেসিভ ভেন্টিলেশন সাপোর্ট থেকে বার করে আনা হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। তাঁর শারীরিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাইপ্যাপ সাপোর্টে রাখা হবে বলে হাসপাতাল সূত্রের খবর৷
মিনিট দশেক হাসপাতালে থাকার পর বেরিয়ে এসে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীর নিয়ে স্বস্তির খবর দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, তাঁকে দেখে হাত নাড়লেন বুদ্ধদেববাবু।
সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ তিনি আলিপুরের বেসরকারি হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে যান। রাজ্য বিধানসভা থেকে সোজা তিনি এই বেসরকারি হাসপাতালে যান বলে সূত্রের খবর। তার আগেই হাসপাতালে কড়া নিরাপত্তার ব্যবস্থার করা হয়৷