মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মল্লিকপুরে একটি প্লাস্টিক তৈরির কারখানায় বিধ্বংসী আগুন

News Sundarban.com :
জুলাই ৩০, ২০২৩
news-image

বারুইপুরের মল্লিকপুরে একটি প্লাস্টিক তৈরির কারখানায় বিধ্বংসী আগুন। শনিবার রাত ৯টা নাগাদ আগুন লেগে যায়। ঘটনার পর থেকে প্রায় ১২ ঘণ্টা কেটে গেলেও এখনও পর্যন্ত সেই আগুন নিয়ন্ত্রণে আসেনি। এখনও অন্তত পাঁচটি পকেটে আগুন জ্বলছে। শনিবার রাতে দমকলের পাঁচটি ইঞ্জিন প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায়। দফায় দফায় আরও ১০ টি সর্বমোট ১৫ ইঞ্জিনের প্রচেষ্টাতেও এই আগুন নিয়ন্ত্রন করা সম্ভব হয়নি রবিবার সকাল পর্যন্ত।

আগুন লাগার সাথে সাথেই দ্রুততার সাথে সেটি ছড়িয়ে পড়ে। দাউদাউ করে জ্বলতে থাকে প্লাস্টিকের কারখানাটি। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান কিন্তু আগুনের তীব্রতা এততাই বেশি ছিল যে সেটা সম্ভব হয়নি। এরপর দমকল এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। কিন্তু দমকলের ১৫ টি ইঞ্জিনের দীর্ঘক্ষণের প্রচেষ্টাতেও সেই আগুন নিয়ন্ত্রন করা সম্ভব হয়নি রবিবার সকাল পর্যন্ত। তবে আগুন আশপাশের এলাকাগুলিতে ছড়িয়ে পড়তে দেননি দমকলের কর্মীরা।

প্রাথমিক অনুমান শট সার্কিট থেকে আগুন লেগেছে। এই আগুনের জেরে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।