নামখানায় চাষের জমিতে কাজ করার সময় ব্রজপাতে মৃত ১

নিজস্ব প্রতিনিধি, নামখানা:চাষের জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হল এক বৃদ্ধার। পরিবারে শোকের ছায়া।মৃত বৃদ্ধা নামখানার পাতিবুনিয়া এলাকার বাসিন্দা নূরবানী বিবি। বয়স আনুমানিক ৫২ বছর।
পরিবার সূত্রে খবর নিজের বাড়ির পেছনে থাকা চাষের জমিতে একাই কাজ করছিলেন ওই বৃদ্ধা। সেই সময় আজ দুপুরে প্রবল বৃষ্টি ও বজ্রপাত হয়। সেই সময় বৃদ্ধার বড় ছেলে বাড়ি থেকে বেরিয়ে দেখে তার মা চাষের জমিতেই পড়ে রয়েছেন। বৃদ্ধার মুখ ও হাতের বেশি ভাগ অংশ ঝলসে গেছে।
তড়িঘড়ি পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা ঐ বৃদ্ধাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক ওই বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন। স্বাভাবিকভাবে এই ঘটনায় পরিবারে শোকের ছায়া। থমথমে গোটা প্রাতিবুনিয়া এলাকা।