সাগরে সোনার দোকানে দুঃসাহসিক চুরি, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, সাগর: একটি সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লো এলাকায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর থানার কচুবেড়িয়ার আশ্রম মোড়ের কাছে একটি সোনার দোকানে। দোকানের পেছনে দেয়াল ভেঙ্গে দোকানের ভিতরে দোকানের ভেতরে থাকা সমস্ত সোনার গহনা চুরি হয়েছে বলে দাবি ওই দোকানের মালিকের।
এমনকি দোকানের সিসিটিভির ক্যামেরা ও তার সমস্ত মেশিন চুরি করে নিয়ে গেছে। প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকার জিনিস চুরি হয়েছে বলে দাবি ওই দোকানের মালিকের। তারপর সাগর থানায় খবর দেওয়া হয়। সাগর থানার পুলিশ এসে পৌঁছায় ঘটনাস্থলে ।সাগর থানার পুলিশ পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।