গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে । তাঁর শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। রক্তে অক্সিজেনের পরিমাণও অনেক কমে গিয়েছে। তাঁকে দক্ষিণ কলকাতা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্যের অসুস্থতার খবর পেতেই তাঁকে দেখতেহাসপাতালে গেলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস । উডল্যান্ড হাসপাতালের আইসিইউ-র ৫১৬ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন বুদ্ধদেব। হাসপাতালে পৌঁছেই সোজা সেখানে চলে যান রাজ্যপাল। বাইরে চিকিৎসকদের সঙ্গে কথা বলতেও দেখা যায় তাঁকে।
এদিকে আগেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করে সি ভি আনন্দ বোস বলেছিলেন, “উনি একজন নেতা। আমার খুবই চিন্তা হচ্ছে। উনি হাসপাতালে ভর্তি হয়েছেন জানার পর থেকেই খুবই উদ্বেগে রয়েছি। আমরা নিশ্চিত উনি দ্রুত সুস্থ হয়ে ঘরে ফিরবেন। আমরা তাঁর জন্য প্রার্থনা করব।”