ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে এবার মুখ্যমন্ত্রীর কুশপুতুল পোড়ানো হল

নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে এবার মুখ্যমন্ত্রীর কুশপুতুল পোড়ানো হল কোচবিহারে। জানা গেছে, শুক্রবার কোচবিহারে ছাত্র পরিষদের পক্ষ থেকে ঘটনার প্রতিবাদে একটি ধিক্কার মিছিল বের করা হয়।
এদিন মিছিলটি শহর পরিক্রমা করে পুলিশলাইন চৌপথিতে পথ অবরোধ করে। অবরোধ স্থলে মুখ্যমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখায় ছাত্র পরিষদের সদস্যরা। সংগঠনের জেলা সভাপতি শিবাঙ্কর সরকার জানান, খাপাইডাঙ্গা, তুফানগঞ্জ সহ রাজ্যজুড়ে মহিলাদের উপর নির্যাতন চলছে। রাজ্যে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। মহিলাদের নিরাপত্তা নেই। তার প্রতিবাদেই তাঁদের আন্দোলন। পাশাপাশি দোষীদের কঠোর শাস্তির দাবিও তুলেছেন তারা।