মালদার পর এবার কাকদ্বীপে নারী নির্যাতনের ছবি

নিজস্ব প্রতিনিধি, কাকদ্বীপ:মালদার পর এবার দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ। মহিলা নির্যাতনের ছবি প্রকাশ্যে এল। পরকীয়ার অভিযোগে এক মহিলা ও এক পুরুষকে বেধড়ক মারধর করার বাড়ির পিলারে মোটা দড়ি দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠল এলাকাবাসীর বিরুদ্ধে।
দীর্ঘক্ষণ দু’জনকে বেঁধে রেখে চলে কটুক্তি ও মারধর। এলাকার আট থেকে আশি সকলেই ভিড় করে দেখল এই দৃশ্য। পরে কাকদ্বীপ থানার পুলিশ এসে দু’জনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। কাকদ্বীপের নারায়ণপুর তৃতীয় ঘেরির এই ঘটনায় এলাকার মানুষ রীতিমত বিতর্ক শুরু হয়েছে।