মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালামের প্রয়াণ দিবস পালন

News Sundarban.com :
জুলাই ২৭, ২০২৩
news-image

প্রাক্তন রাষ্ট্রপতি ভারত গৌরব মিসাইল ম্যান নামে খ্যাত ভারতরত্ন ডঃ এপিজে আবদুল কালামের নবম প্রয়াণ দিবসটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করা হল বাঁকুড়ার জঙ্গলমহলের চাতরী নিম্ন বুনিয়াদী আবাসিক বিদ্যালয়ে। প্রয়াত রাষ্ট্রপতির প্রতিকৃতি নিয়ে বৃহস্পতিবার সকালে প্রভাত ফেরি বের হয়।

প্রভাব ফেরী এলাকা পরিক্রমা করে আসার পর বিদ্যালয়ের শোভাগৃহে এপিজে আবদুল কালামের জীবনী সম্বন্ধে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষকরা। প্রধান শিক্ষক উত্তম কুমার মন্ডল বলেন, দেশের মনীষীদের জন্ম ও প্রয়াণ দিবসে আমরা তাঁদের প্রতি যেমন শ্রদ্ধা নিবেদন করি তেমনি সুকুমারমতি পড়ুয়াদের কাছে সেই সব মনীষীদের জীবন দর্শন, তাঁদের কর্ম জীবনের সাফল্য তুলে ধরি।

 

দেশের পরবর্তী প্রজন্ম এই সব মনীষী দের জীবনী থেকেই অনুপ্রাণিত হয়ে আদর্শ নাগরিক তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।