জ্বালানি নিয়ে বচসা ছেলের হাতে আক্রান্ত মা

নিজস্ব প্রতিনিধি, ক্যানিং: ছেলের হাতে আক্রান্ত হলেন খোদ মা।বুধবার বিকালে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত মাতলা ২ পঞ্চায়েতের থুমকাটি এলাকায়। গুরুতর জখম হয়েছেন সহরজান বিবি নামে ওই মহিলা আশাঙ্কাজনক অবস্থায় ক্যানিং হাসপাতালের চিকিৎসাধীন।
জানা গিয়েছে মঙ্গলবার ছোট ছেলে রেজাউল মন্ডলের সাথে জ্বালানি তালপাতা নিয়ে বচসা হয়েছিল। অভিযোগ বুধবার বিকালে আচমকা ছোট ছেলে ধারালো অস্ত্র নিয়ে তার মায়ের উপরে ঝাঁপিয়ে পড়ে। বেধড়ক মারধরের পাশাপাশি এলোপাথাড়ি কোপ মারা হয় বলে অভিযোগ। ঘটনায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন শহরজান বিবি।ঘটনার খবর শুনে দৌড়ে আসে স্থানীয়।তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সরজান বিবির দাবি মঙ্গলবার জ্বালানি তালপাতা নিয়ে ছেলের সাথে বচসা হয়েছিল।সেই আক্রোশে মরেছে। ওর শাস্তি চাই।
ঘটনার বিষয়ে সহরজান বিবির স্বামী জমাত আলি মন্ডল ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।