শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার, তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে লক্ষাধিক ভক্তের ভিড়ে জমজমাট

News Sundarban.com :
জুলাই ২৪, ২০২৩
news-image

আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে লক্ষাধিক ভক্তের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে গোটা তারকেশ্বর এলাকা।

প্রত্যেক বছরের ন্যায় এবারেও গুরু পূর্ণিমার থেকে মেলা চলাকালীন ভক্তদের জন্য গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ রয়েছে। মহাদেবকে জল নিবেদন করতে হচ্ছে চোঙার মাধ্যমে। শ্রাবণী মেলা উপলক্ষে মন্দিরকে ঘিরে গোটা তারকেশ্বর চত্বরে নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়েছে পুলিশ প্রশাসন। এলাকা পরিষ্কার পরিচ্ছন রাখতে বাড়তি উদ্যোগ নিয়েছে পৌরসভা। গোটা মাস জুড়ে প্রত্যেক সপ্তাহে রবিবার ও সোমবার ৬জোড়া করে স্পেশাল ট্রেন চালাচ্ছে পূর্ব রেলওয়ে।

উল্লেখ্য গুরু পূর্ণিমা থেকে রাখী পূর্ণিমা অবধি একমাস ধরে শ্রাবণী মেলা অনুষ্ঠিত হয়। কিন্তু এবারে শ্রাবণ মাসে দুটি অমবস্যার কারণে শ্রাবণ মাসকে “মল মাস” বলে উল্লেখ আছে পঞ্জিকায়। তাই রাখী পূর্ণিমা একমাস পিছিয়ে গিয়েছে, ফলে কার্যত এবারে দু’মাস ব্যাপী চলবে শ্রাবণী মেলা।