কাঁকড়া ধরতে গিয়ে বাঘ টেনে নিয়ে গেলো কাকদ্বীপের অনশ্বরকে

নিজস্ব প্রতিনিধি, কাকদ্বীপ: সুন্দরবনে কাকড়া ধরতে গিয়ে বাঘ টেনে নিয়ে গেলো কাকদ্বীপের এক মৎস্যজীবী কে ।
পরিবার সূত্রে জানা যায় গত 9 তারিখে কাঁকড়া ধরতে সুন্দরবনের কুস্তরী খাল এলাকায় যায় কাকদ্বীপ থানার অন্তর্গত নারায়ণপুর এলাকার বাসিন্দা অনশ্বর ফকির (৫৬) ও তার স্ত্রী ভগবতী ফকির (৪২) ।এরপর পরিবারের কাছে গতকাল বিকেলে স্ত্রী ভগবতী ফকির ফোন করে জানায় স্বামী অনশ্বর ফকির কে বাঘের টেনে নিয়ে গেছে। তার পর থেকে খবর শোনা মাত্র কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
এখনও পর্যন্ত কোনো রকম খবর নেই ওই মধ্যজীবীর। খবর দেওয়া হয়েছে কাকদ্বীপ থানায় ও বন দপ্তরে। স্বাভাবিকভাবে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ফকির পরিবারে।